রাজৈর ও টেকেরহাট ম্যাজিস্ট্রেটের হানা অবৈধ মাক্স বিক্রেতাদের জরিমানা ও জেল

 প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০২:৪৮ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক


রাজৈর থানা প্রতিনিধিঃ মোহাম্মদ রিয়াজ ফকির, 
সারা বিশ্ব যখন করনা ভাইরাস আতঙ্কে।
ঠিক তখনই কিছু মুনাফা লুভি ব্যবসায়ী বাংলাদেশ কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মুনাফার লোভে বিবেককে বিক্রি করতেছে।
এরকমই অভিযোগে রাজৈর ও টেকেরহাট এলাকায় ম্যাজিস্ট্রেটের হানা।করোনা  ভাইরাসের আতঙ্কে মাক্স  বিক্রি হুডুক লেগে যায়।তারই জের ধরে, কিছু কিছু অবৈধ ব্যবসায়ী ২০ টাকার মাক্স বিক্রি করে প্রায় ১০০ টাকার ও বেশীতে।আর এই অভিযোগের প্রেক্ষিতে, রাজৈর, টেকেরহাট এলাকায়  থেকে কিছু কিছু ব্যবসায়ীকে আর্থিক জরিমানা ও জেল দেয়।

আন্তর্জাতিক এর আরও খবর: